Sunday, August 3, 2025

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ কশাই’র কারাদন্ড

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় অসুস্থ্য ও মৃত গরুর মাংশ বিক্রি ও সংরক্ষণের অপরাধে এক ভ্রাম্যমান আদালত পারিচালিত হয়েছে। আজ ০৩ আগস্ট ২০২৫ রোজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজারের অদুরে নতুন বাস টার্মিনালের পেছনে একদল মাংশ বিক্রেতা একটি বদ্ধ ঘরে কশাইখানা গড়ে তোলেন। প্রতি রাতে ওই ঘরে ফেলে গরু জবাই শেষে তা বাজারে বিক্রি করতেন। কিন্তু এ মাংশ বিক্রির কাজে সুস্থ্য সবল গরুর সংখ্যা থাকতো খুবই কম। রুগ্ন ও অসুস্থ্য গরু থাকতোই বেশি। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয় এবং শনিবার রাতে ওই কশাই খানায় গিয়ে ৫টি রুগ্ন গরু ও জবাইকৃত মাংশসহ (আনুমানিক ওজন ৪ মণ) ৩ কশাইকে ঘেরাও করে রাখেন।
খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে অসুস্থ্য ও রোগা গরুর মাংশ বিক্রি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫২ ধারামতে ৩ জনকে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত আসামীরা হলেন চাকুন্দিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মোস্তাক গাজী (৪২), কেশবপুরের জাকির মোড়লের ছেলে সাইফুল মোড়ল (২৫) ও বাদুড়িয়ার মৃত ভেলু সরদারের ছেলে ইয়াকুব সরদার (৫২)। এছাড়া উদ্ধারকৃত গরু ৫টি উপজেলা প্রানিসম্পদ বিভাগে রক্ষণাবেক্ষণে রাখা হয় এবং অস্বাস্থ্যকর মাংশ মাটি চাপা দেয়া হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবির, ডাঃ পপি রানী, ডুমুরিয়া থানার এস আই শামীম আহমেদ, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article