Sunday, August 10, 2025

ডুমুরিয়ায় বেরেকা’র ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় অসহায় নারী রেবেকা বেগমকে ধর্ষণ শেষে হত্যার ঘটনা নিয়ে ফুঁসে উঠেছে গ্রামবাসী। ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নিয়েছেন নানা উদ্যোগ ও কর্মসুচী। যার অংশ হিসেবে আজ ১৮ জুলাই ২০২৫ রোজ শুক্রবার বিকেলে কোমলপুর গাজীতলা মোড়ে অনুষ্ঠিত হয়েছে সমাবেশ ও মানববন্ধন। গুটুটিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম মোড়লের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা মাহাবুর রহমান পিকুলের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ভান্ডারপাড়ার সাবেক চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বস, বিএনপি নেতা মোশারফ হোসেন মোনায়েম, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আব্দুর রশিদ আল আজাদ, ফ্রন্ট নেতা অধ্যাপক নিত্যানন্দ মন্ডল, নিজেরা করি এনজিও’র পবিত্র কুমার মন্ডল, শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দল নেতা সাইকুল ইসলাম, বিএনপি নেতা খান জিয়াউর রহমান জীবন, পরিতোষ কুমার বালা, ইউপি সদস্য ইজ্জাত আলী, জিল্লুর রহমান, লোকেশ কবিরাজ, ইউপি সদস্য প্রীতিশ বৈরাগী, মাহাবুর রহমান তরফদার, ও রিংকু রাণী প্রমুখ। জানা গেছে, গত ২১ জুন সন্ধ্যায় উপজেলার কোমলপুর গ্রামের দিন মজুর রেবেকা বেগম বাড়ি থেকে বের হন। পরদিন বিকেলে উপজেলার বান্দা লোহাইডাঙ্গা বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর তার মরদেহ খুঁজে পায় পুলিশ। সেই থেকে বান্দা লোহাইডাঙ্গা এলাকার ঘের ব্যাবসায়ী প্রদ্যুৎ বিশ্বাস এলাকা ছাড়া। ঘটনার রাত থেকেই সে পলাতক। স্থানীয়দের ধারণা অসহায় রেবেকা বেগমকে ওই প্রদ্যুৎ ধর্ষণ শেষে হত্যা করতে পারে। কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তাকে আটক করেনি। যার প্রতিবাদে ফুঁসে উঠেছে গ্রামবাসী। এরই মধ্যে নেয়া হয়েছে নানা উদ্যোগ ও কর্মসুচী। ধর্ষণকারী প্রদ্যুৎ বিশ্বাসকে আটক না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article