সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : প্রবাসে থাকাকালীন বোনের এ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তা আর বুঝে পাচ্ছেন না বিদেশ ফেরত এক যুবক। ভুক্তভোগী ওই যুবক হলেন উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আব্দুস সাত্তার সরদারের ছেলে মোঃ সাইফুজ্জামান সরদার। এ ঘটনায় তিনি সুষ্ঠ ও ন্যায় বিচার প্রত্যাশায় আজ ২১ জুলাই ২০২৫ রোজ সোমবার সকালে এক সংবাদ সন্মেলন করেছেন। ডুমুরিয়া কল্যাণ সমিতির সাংবাদিকদের নিয়ে শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে তিনি লিখিত বক্তব্য জানান, জীবিকার প্রয়োজনে প্রায় ১৪ বছর ধরে তিনি বিদেশে ছিলেন। সেখানে থেকে বিভিন্ন মেয়াদে মোট ৪১লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা তার বোন সাবিনা ইসলামের ব্যাংক এ্যাকাউন্টে প্রেরণ করেন। চলতি বছরের ১৩ মে দেশে ফেরেন তিনি। কিছুদিন পর মনিমারপুর উপজেলার গোপালবাড়ি গ্রামে ভগ্নিপতি খাদেমুল ইসলাম মোড়লের বাড়িতে যান বেড়াতে এবং বোন সাবিনা ইসলামের নিকট পাঠানো সমুদয় টাকার হিসাব-নিকাশ করতে চান। যা নিয়ে বোন সাবিনা ইসলাম গড়িমশি করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি টাকার কথা অস্বীকার করে উল্টো তাকে ভয়ভীতি দেখিয়ে নানা ভাবে হুমকি ধামকি অব্যাহত রাখেন। বিষয়টি মিমাংশার জন্য ভুক্তভোগী ওই যুবক নিজস্ব আতœীয়-স্বজনসহ গিয়েছেন অনেকে কাছে। কিন্তু কোথাও গিয়ে কোন কাজ হচ্ছে না। বরং তারই টাকা আত্মসাতে ভাই-বোন ঐক্যবদ্ধ হয়েছে। পরিশ্রমের টাকা খুইয়ে তিনি বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। টাকাগুলো ফেরত পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।