সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় দলিত জনগোষ্ঠীর ভূমি অধিকার, রাজনৈতিক মর্যাদা, শিক্ষাক্ষেত্রে বৈষম্য নিরাসনসহ চাকরীতে পরিচ্ছন্নকর্মী নিয়োগে অগ্রাধিকার, গণ মাধ্যম কাজে (সাংবাদিকতা) সুযোগ করে দেয়াসহ রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে সম অধিকার নিয়ে এক সংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৫ রোজ সোমবার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা দলিতের পক্ষ থেকে এ সন্মেলনের আয়োজন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মিলন দাস লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অডিট ও মনিটরিং ম্যানেজার উত্তম দাস, সঞ্চালক সমীর কুন্ডু পান্ডে, ফিল্ড কর্মককর্তা ইতিকা সরকার ও জেমিন নাহার, অফিস সহায়ক শান্তিলতা দাস, দলিতের পক্ষে সাগর সরকার, পরামনন্দ সরদার, পিংকী দাস, সংগীতা দাস, দিপ্ত মন্ডল। অনুষ্ঠানে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
