সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি সংযোগ মাধ্যমে ডুমুরিয়ায় অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার সকাল ১০টায় উপজেলার শিল্পকলা একাডেমি ভবনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামী নেতা মোঃ আলমগীর হোসেন, শেখ মাজাহারুল ইসলাম রেজাসহ জুলাই যোদ্ধা ও শিক্ষার্থীরা।