সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোনিত হয়েছেন রতন বিশ্বাস। তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। ০১ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার সকালে তিনি দায়িত্ব ভার বুঝে নেন এবং দুপুরে বিদ্যালয়ের সভাপতি ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ভারত চন্দ্র সরদার, বিবেকানন্দ জোর্দ্দার, অনুপম কুমার মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, মোঃ মারুফুর রহমান, সালাউদ্দিন, নিখিলেশ রায়, তৈয়েবুর রহমান, মোঃ ফাত্তাহ মোল্ল্যা। এ সময় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- ডুমুরিয়া উপজেলার মধ্যে সরকারি বালিকা বিদ্যালয়টি হল খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার মান সব সময়ই ধরে রাখতে হবে। কোন অবস্থায় যেন এর অবনতি না ঘটে।