Sunday, November 2, 2025

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Must read

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।

সভায় প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য মাঠ, সরঞ্জাম, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব স.ম. শহিদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম,বি ডি এফ প্রেসক্লাবে সভাপতি মো : শাহাদাৎ হোসেন বাবু, সদর উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক মাও. আনিছুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, আসন্ন ২২সেপ্টেম্বর বিকেল আড়াইটা ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মুকুল হোসেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article