Saturday, October 18, 2025

ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী হাতে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ও ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে সময় সংবাদের প্রতিনিধি। ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাংচুর করে। আজ ০১ জুলাই ২০২৪ রোজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

সময় সংবাদের প্রতিনিধি লোটাস রহমান সোহাগ ঢাকা পোস্টকে জানান, জেলার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সময় অতিরিক্ত বিল, অতিরিক্ত টাকা দাবী, নোটিশ ছাড়া সংযোগ বিচ্ছিন্ন ও অতিরিক্ত লোডশেডিং এমন অভিযোগ রয়েছে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী বিরুদ্ধে। এছাড়াও গত ২৭ জুন রাতে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের ব্যক্তিগত গাড়ীতে তার মেয়ের টিউশন টিচারকে তার বাসায় পৌঁছে দিতে যায়। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক তাকে ফোন করে বক্তব্য নেন। ওইদিন রাতে ওই সাংবাদিকের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অবৈধ ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এসব ঘটনার সংবাদ সংগ্রহ করতে সোমবার সকালে সময় সংবাদের প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর অফিসে গেলে তিনি ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তিনি সময় সংবাদের ক্যামেরা ও সাংবাদিকসহ চিত্র সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। খবর পেয়ে ঝিনাইদহের কর্মরত সাংবাদিকরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। পরে অফিসের সামনে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবীতে বিক্ষোভ করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এ ঘটনার বিচার দাবী করে নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবী করেছেন সাংবাদিকরা। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর ফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি। ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন পেশাদার সাংবাদিকদের সাথে যে ধৃষ্টতা প্রকৌশলী রাশিদুল ইসলাম চৌধুরী দেখিয়েছেন। তাকে প্রকাশ্যে সাংবাদিকের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জেলার কর্মত সাংবাদিকেরা।ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ থাকায় সময়টি সংবাদের প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে যায়। সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে তার সাথে অসদআচরণ করে এবং তার সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করে ওই প্রকৌশলী আমরা জেলার সাংবাদিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করে। সেখান থেকে তিনটি আল্টিমেটাম দেওয়া হয়। ১) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর দুর্নীতির তদন্ত করতে হবে। ২) তার কৃতকর্মের কারণে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে। ৩) ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগ থেকে তাকে অব্যাহতি দিতে হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article