Thursday, September 19, 2024

ঝিনাইদহে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ অফিস : ঝিনাইদহের আইনশৃংখলা ফিরিয়ে আনতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ আগস্ট ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ৬ উপজেলায় একযোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সুধি সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী নেতারা ওই সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আজিম -উল- আহসান, ৫৮ বিজিবি’র সহকারি পরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জামায়াতে জেলা আমীর আলী আজম মোঃ আবু বক্কর, জেলা সেক্রেটারী মোঃ আব্দুল আউয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ডাক্তার মোমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিহাব উদ্দিন, চেম্বার অব কর্মাস ইনন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক আজাদ রহমান, আসিফ ইকবাল কাজল, সংখ্যা লঘু সম্প্রদায়ের প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সভায় জানান ঝিনাইদহ জেলার কোথাও পুলিশ সদস্যর মৃত্যু কিংবা থানা আক্রান্ত হয়নি। ইটপাটকেলে কয়েক জন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন মাত্র। আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে পাশে থেকে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article