তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলা যুব জামায়াতের আয়োজনে জুলাই আহত ও শহীদদের স্মরণে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সরুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইবেকারের মাধ্য চ্যাম্পিয়ন হয়। আজ ৩১ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলা নায়েবে আমির মো. নুরুল হুদা।
তিনি বলেন, খেলাধুলা মানুষের মন এবং শরীর উভয় সুস্থ রাখে। আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলায় একমাত্র পথ। এরআগে তিনি ঐতিহাসিক জুলাই এর আহত সকলের সুস্থ্যতা কামনা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় বাংলাদেশ জামায়াত ইসলামি তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা থানার এস.আই সুমন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যাপক ইয়াসন আলী, তালা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হাকিম, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আকবর হোসেন ও তালা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল-আমিন, মহিবুল্লাহ মুহিব, সরদার আব্দুল্লাহ, সাংবাদিক এস.এম মোতাহিরুল হক শাহিন, মোস্তাফিজুর রহমান, মোস্তফা, সাংবাদিক সোহেল, সাংবাদিক মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলায় তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশ এবং সরুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। খেলায় ট্রাইবেকারের মাধ্যমে সরুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।।
ফাইনাল খেলা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা রেফারী এসোসিয়েশনের সদস্য বরুন কুমার সানা। তাঁর সহকারী রেফারির দায়িত্ব পালন করেন, মো. আফজাল হোসেন ও উত্তম বাছাড়। খেলার ধারাভাষ্যকার ছিলেন, সাংবাদিক কামরুজ্জামান মিঠু ও হাবিবুর রহমান।