সাতক্ষীরা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর ঘোনা, বৈকারী, কুশখালী, বাঁশদহা, আগরদাঁড়ী ও শিবপুর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকালে সাতানী ভাদড়া এন্ড কলেজ মাঠে কুশখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি বিএম আব্দুর রাইহানের সভাপতিত্বে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলকে যদি ভালোবাসেন ধানের শীষকে যদি ভালোবাসেন দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। ধানের শীষ কে বিজয়ী করার জন্য দলের নেতা কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। আমরা তখন জোটেছিলাম জামাতের জনসভায় আমি তখন এই মাঠে বক্তব্য দিয়েছিলাম এবং বিজয়ী করেছিলাম। তারেক রহমান সাতক্ষীরা সদরে ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দিয়েছে আবার এই মাঠে ধানের শীষের জন্য বক্তব্য দিচ্ছি। সকালের ঐক্যবদ্ধ চেষ্টায় বিজয় আসবে ধানের শীষের। জামাতের ঘাটি ভেঙে ধানের শীষের ঘাঁটি হবে সাতক্ষীরা সদর। ধানের শীষের বিজয় কেউ ধরে রাখতে পারবে না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসীম কুমার মন্ডল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেক কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল যুবদল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদল সহ ইউনিয়ন বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান।
