এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব হলেন আশাশুনির আওয়ামীলীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় সভাপতি এড. ইসলাম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শুম্ভ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। সভায় সর্বসম্মতিক্রমে আশাশুনি আ’লীগের নেতা মোল্যা রফিকুল ইসলামকে জাতীয় মৎস্যজীবি সমিতির মহাসচিব মনোনীত করা হয়। মোল্যা রফিকুল ইসলাম জাতীয় মৎস্যজীবি সমিতির মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা ও আশাশুনি উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দ।
