Tuesday, August 5, 2025

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এমইউজে খুলনার কর্মসূচি ঘোষণা

Must read

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। আগামীকাল ৭ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি থাকবেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। সভায় সভাপতিত্ব করবেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান।
কর্মসূচি নির্ধারণে আজ ০৬ নভেম্বর ২০২৪ রোজ বুধবার সকালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মূহাম্মদ নূরুজ্জামান, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাবেক নির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন বক্তব্য রাখেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article