সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোয়ালপোতা গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেছে ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ।
আজ ২৪ অক্টোবর ২০২৫ রোজ শুক্রবার সকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়ালপোতা ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য সুভাষচন্দ্র মন্ডল,সমাজসেবক সুনীল গাইন, পূর্ণচন্দ্র বাঁশে,কার্তিক গাইন, ভবসিন্ধু সরকার, দিলীপ সরকার, দীনবন্ধু সরকার, সৌম্য সরকার, তন্ময় বাঁশে, তাপস সরকার, বরুণ সরকারসহ শতাধিক এলাকাবাসি।
এ সময় দীর্ঘদিন অবহেলিত গোয়ালপোতা গ্রামের উন্নয়নকল্পে রাস্তা সংস্কার ও বর্ধিতকরণ, মন্দির ও মসজিদ সংস্কার, ব্রিজ, কালভার্ট, প্রাইমারি ও হাই স্কুল সংস্কার,জলবদ্ধতা নিরসন,চাঁদাবাজি ও দখলদারিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি জানান গোয়ালপোতাবাসি এবং আগামী নির্বাচনে জামায়াত মনোনীত ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ এর সঙ্গে থেকে কাজ করার ঘোষণা দেন।
