Wednesday, September 17, 2025

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে মতবিনিময় করেছেন উপাচার্য

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) নেতৃবৃন্দ। আজ ০৩ নভেম্বর ২০২৪ রোজ রবিবার বিকাল ৪.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাস সাংবাদিকদের পক্ষ থেকে তাদের পেশাগত দক্ষতা অর্জনে নানা প্রতিকূলতা ও তাদের নানা দাবির কথা তুলে ধরেন।
সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্যাম্পাস সাংবাদিকরা দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করলে সমাজে তাদের গ্রহণযোগ্যতাও বাড়ে। এজন্য সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে চাইলে তাদের লেখার মান ঠিক রেখে তথ্যবহুল সংবাদ পরিবেশন করা উচিত। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সাংবাদিকতায় আরও বেশি দক্ষ করে তুলতে আইকিউএসির মাধ্যমে খুলনার বিশিষ্ট সাংবাদিকদের সমন্বয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়াও ক্যাম্পাস সাংবাদিকরা যে সকল দাবি করেছে, যথাসম্ভব শীঘ্রই তা পূরণের চেষ্টা করা হবে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোর্স রেজিস্ট্রেশন ফি পুনঃনির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির সুপারিশ অনুযায়ী এটি পুনঃনির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুবিসাসের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদ, আলকামা রমিন, খালিদ হোসেন, পাপড়ি খানম, ফারুক খান। এ সময় সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article