Sunday, August 10, 2025

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাফে আনপ্লাগ সিজন-৮ অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ক্যাফে আনপ্লাগ সিজন-৮’ অনুষ্ঠিত হয়েছে। আজ আজ ০৬ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার রাত ৭.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময়য় তিনি বলেন, শিক্ষার্থীদের সহশিক্ষামূলক নানা কর্মকাণ্ডে খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় মুখরিত থাকে। বিশেষ করে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি নানা ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা মেতে ওঠে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। বিশ্ববিদ্যালয়কে স্বমহিমায় এগিয়ে নিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর। তোমাদের অগ্রজরা সারা বিশ্বে ছড়িয়ে আছে। তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। আমি আশা করি, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে তোমরাও নিজেদের মেলে ধরবে। তোমাদের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় আরও সম্মানিত হবে। তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী গৌরব কুমার পাল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী জোবায়দা তাইফা। বিশ্ববিদ্যালয়ের ’২০ ও ’২১ ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article