Friday, November 28, 2025

খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য সকাশে জাপানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করেন

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে আজ ১৩ নভেম্বর ২০২৪ রোজ বুধবার বেলা ১১টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের ওকিনাওয়াস্থ রিউকিউস বিশ্ববিদ্যালয়ের কো-ক্রিয়েশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক (বিশেষভাবে নিযুক্ত) ড. হিরাতসুকা ইউজি। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স অব দ্য সাসটেইনেবল ইন্টিগ্রেশন অব ল্যান্ড বেইজড একোয়াকালচার উইথ এগ্রিকালচার টু বিল্ড দ্য রিসোর্স সার্কুলার সিমবায়োটিক সোসাইটির (সিওআই-নেক্সট) এর প্রতিনিধিত্ব করছেন।
সাক্ষাতকালে তিনি একোয়াকালচার ও এগ্রিকালচারের সমন্বয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব দেন। এ ছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যেসব দেশে মৎস্যচাষের সম্ভাবনা রয়েছে, সেসব দেশে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৎস্যখাতের উন্নয়নে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেন।
এ সময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে তাঁকে স্বাগত জানিয়ে বলেন, এখানে একোয়াকালচার নিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং এগ্রিকালচার নিয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে। একোয়াকালচার ও এগ্রিকালচারের সমন্বয়ে এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকলে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। তিনি জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে সংশ্লিষ্ট বিষয়ে কোলাবরেশনে সম্মতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর, এফএমআরটি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শাহিন পারভেজ ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article