Sunday, August 10, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Must read

 

পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে আজ ০৫ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে বেলা ১১.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি সৌন্দর্য। একটি ছাত্ররাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়, অপরটি প্রাকৃতিক পরিবেশ। তিনি আরও বলেন, খুলনা শহরে চিত্তবিনোদনের পর্যাপ্ত জায়গা নেই। ফলে অনেক মানুষ খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন। এখানকার নির্মল প্রাকৃতিক পরিবেশ দেখে তারা মুগ্ধ হন এবং সন্তোষ প্রকাশ করেন।
উপাচার্য বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পূবালী ব্যাংক এ বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তিনি এ ধরনের সামাজিক কর্মকাণ্ড হাতে নেওয়ায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক শেখ মো. শামসুজ্জোহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার কার্যালয়ের এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী।
পরে উপাচার্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে এবং নারকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, ছাত্র বিষয়ক পরিচালক এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article