Tuesday, August 26, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ে আইইইই স্পিক্সকন শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস ২০২৪ (স্পিক্সকন ২০২৪) শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। ০২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার বিকেলে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে সমাপনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশন এবং আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আইইইই বাংলাদেশ সেকশনের কনফারেন্স কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইইই’র উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ, আইইইই বাংলাদেশ সেকশনের ভাইস চেয়ার প্রফেসর ড. শাহরিয়ার খান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির।
সম্মেলনে জানানো হয়, এ আন্তর্জাতিক সম্মেলনে প্রায় ২০০ দেশি-বিদেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন। সম্মেলনে ১৪টি টেকনিক্যাল সেশনে ৬৫টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়। এর মধ্যে ইস্পাহানি কোম্পানি লিমিটেডের অর্থায়নে তিনজনকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও আইইইই স্পিক্সকন ২০২৪ শীর্ষক সম্মেলন এর সাথে সিম্পসিস্ট-২০২৪ নামে কো-লোকেটেড কনফারেন্স একই সাথে শেষ হয়। এতে আইইইই বাংলাদেশ সেকশনের অর্থায়নে ৬টি দলকে পুরস্কৃত করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article