Wednesday, November 5, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাসের পরলোকগমন, উপাচার্যের গভীর শোক

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-৪ শাখায় কর্মরত সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস আজ ১৮ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার আনুমানিক দুপুর ২.১৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের রণজিতপুরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে আজ বিকালে অলোকা রানী দাসের মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসা হলে শোকাবহ পরিবেশ তৈরি হয়। এ সময় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম সংস্থাপন-৪ শাখার সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংস্থাপন-৪ শাখা প্রধান কাজী জালাল উদ্দিনসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article