Sunday, August 10, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা হাবিলদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তার শাখার প্রধান নিরাপত্তা হাবিলদার মো. নজরুল ইসলাম ও নিরাপত্তা হাবিলদার মো. রবিউল ইসলাম এর কর্মজীবন সফলভাবে সম্পন্ন হওয়ায় ০৪ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার দুপুর ১.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, প্রধান নিরাপত্তা হাবিলদার মো. নজরুল ইসলাম ও নিরাপত্তা হাবিলদার মো. রবিউল ইসলাম নৈতিকতা ও সাহসিকতার সাথে তাঁদের দায়িত্ব পালন করেছেন। তাদের আচার-আচরণ, নৈতিকতা ও সাহসিকতা অনুজদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের রক্তে অর্জিত এ স্বাধীনতার কারণে আজ একটি সুন্দর পরিবেশ বিরাজ। এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। তিনি নিরাপত্তা শাখা কর্মরত সৎ ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, অবসরোত্তর জীবন একটি ধারাবাহিক প্রক্রিয়া। চাকরিজীবন শেষে সবাইকেই অবসরে যেতে হবে। কর্মজীবনে তারা দু’জনই অত্যন্ত কর্মঠ ও দক্ষ ছিলেন। ভবিষ্যতেও খুলনা বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে আমি আশাবাদী। উপ-উপাচার্য তাদের অবসরোত্তর জীবনের জন্য শুভ কামনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। স্বাগত বক্তৃতা করেন নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্য বিদায়ী দুই নিরাপত্তা হাবিলদারের হাতে মানপত্র ও ফুলের তোড়া তুলে দেন। এ সময় বিদায়ী দুইজন অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article