খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের (ডিএসএ) দপ্তরের অফিস সহায়ক মোঃ জামাল উদ্দিন এর কর্মজীবন সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ ০২ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহববুবুর রহমান।
ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। আরও বক্তৃতা করেন সাবেক সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মাহমুদ উজ জামান। মানপত্র পাঠ করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়।
এ সময় বক্তারা বলেন, অফিস সহায়ক মোঃ জামাল উদ্দিন দীর্ঘ কর্মজীবনে প্রতিটি দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। আমরা সকলেই তাঁর অবসরোত্তর জীবনের মঙ্গল কামনা করি।
অনুষ্ঠানে মোঃ জামাল উদ্দিন এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
