Thursday, August 7, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন এন্ড ট্যাক্স রুলস্ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Must read

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন (ই-রিটার্ন) এন্ড ট্যাক্স রুলস্’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ০৫ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, বিশ্বের উন্নত দেশে সামান্যতম লেনদেনেও কর প্রদান করতে হয়। আমাদের দেশেও ব্যক্তিখাতে কর আদায় বাড়াতে হবে। কর সম্পর্কে মানুষের ভীতি দূর করতে হবে। কর আদায় পদ্ধতি একটি সুন্দর মাধ্যম। অনলাইনে কর প্রদানে সুবিধা ও অসুবিধা দুটোই আছে। তাই এ বিষয়ে কর্মশালা আয়োজন খুবই জরুরি। আজকের এই সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অনলাইন ট্যাক্স রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও বেশি দক্ষ করে তুলতে নিয়মিত আইকিউএসির মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও খুলনা জোনের কর কমিশনার শ্রাবণী চাকমা। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা জোনের উপ-কর কমিশনার মো. মাহবুবুর রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল। এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ১২৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article