সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব:) ড. মো. মাকসুদ হেলালী। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৪ জুলাই ২০২৫ ইং তারিখের ৩৭.০০.০০০০.০৮০.১১.০১০.১৮-১২২ নং স্মারক এর প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক (অব:) ড. মো. মাকসুদ হেলালী-কে ০৪ (চার) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়। সে মোতাবেক ২৫ জুলাই শুক্রবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ৯ম ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক (অব:) ড. মো. মাকসুদ হেলালী আয়ারল্যান্ড এর ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিএসসি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সম্পন্ন করে ১৯৮৪ সালে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে একই বিশ^বিদ্যালয়ে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৮ সালে অধ্যাপক হিসেবে যোগদান করেন। অতপর ২০২১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণ করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি দেশি-বিদেশী বিভিন্ন প্রকল্পে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাঁর ২৯ টি গবেষণা প্রবন্ধ দেশে বিদেশের বিভিন্ন উল্লেখযোগ্য জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস-এ প্রকাশিত হয়েছে।