খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং নাটক ‘মহুয়া’ পালা আজ ২৪ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য বলেন, শিশুরা হলো মাটির মতো, শিশুদের কথা শুনতে হবে। শিশুদের নিয়ে আমাদের কাজ করা সুযোগ রয়েছে। শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ রূপকার। আজকের শিশুদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। এজন্য তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন ও বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়।
পরে প্রধান অতিথি জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে তিন দিনব্যাপী শিশু চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া অডিটোরিয়ামে খুলনা আর্ট স্কুলের শিক্ষার্থীরা ‘মহুয়া’ পালা নাট্য প্রদর্শন করে।
জাতীয় সঙ্গীত পরিবশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে দলীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।