Wednesday, August 6, 2025

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ১৪ নভেম্বর বৃহস্পতিবার

Must read

 

আগামীকাল ১৪ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার বিকেল তিনটায় খুলনা মহানগরীর শিল্পাঞ্চল খালিশপুরস্থ বিআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথির থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খালিশপুরের বাবুসসালাম জামে মসজিদের ইমাম ও খতিব জাফর সাদিক আনসারীর অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।
শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রামিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, শ্রামিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর ফোরকান উদ্দিন মিঠু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি মোস্তফা আল মুজাহিদ ও মহানগরী সাধারণ সম্পাদক এস.এম মাহফুজুর রহমান। এ ছাড়া সমাবেশের ফাকে ফাকে টাইফুন শিল্পী গোষ্ঠীর সদস্যরা ইসলামী সংগীত পরিবেশন করবেন। এ সমাবেশকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article