Sunday, August 10, 2025

খুলনায় বিষাক্ত খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : খুলনায় বিষাক্ত খাবার খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর ২০২৪ রোজ বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো- রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা মাসুদ রানার শিশুকন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, রাতে মৃত দুই শিশুর বাবা কিছু ফল কিনে বাড়িতে যান। রাতে ওই দুই শিশু খাবার খাওয়ার পর আপেল খায়। এর কিছুক্ষণ পর দুজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুজনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ আসেনি। কেউ অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরও জানান।

দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার।

মৃত শিশুদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পতির মাছুরা নামের ৮ বছর বয়সি আরেক মেয়ে আছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article