Tuesday, August 26, 2025

খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের অবস্থা সংকটাপন্ন, দোয়া কামনা

Must read

 

খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার রোগ মুক্তির জন্য পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
সাংবাদিক হারুন অর রশিদের মেয়ে হুমায়রা বিনতে হারুন জানান, দীর্ঘদিন ধরেই তার আব্বু কিডনি রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২ ডিসেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার আইসিইউতে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার জানান, তার অবস্থা প্রতিনিয়ত অবনতি হচ্ছে। এখন ডায়ালসিস করা ছাড়া আর কোন উপায় নেই। আপনারা সকলে তার জন্য দোয়া করেন।
পরিবারের সূত্র জানায়, হারুন অর রশিদ ১৯৬৯ সালের ২ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু সাঈদ হাওলাদার ও মাতা মৃত সুফিয়া বেগম। তাদের তিন ছেলের মধ্যে হারুন অর রশিদ দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে হুমায়রা বিনতে হারুন খুলনার সরকারি পাইওনিয়ার কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছেলে সানি সাদমান অয়ন শিশু ওয়ানে পড়ে। তার স্ত্রী সেলিমা রশিদ সালমা প্যারালাইজড আক্রান্ত হয়ে গত তিন বছর ধরেই শয্যাশায়ী। তিনি খুলনা জেলার রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়ার রাজাপুরে ভাড়া বাড়িতে বসবাস করেন।
এদিকে এ সংবাদ পেয়ে ১৬ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ তাকে হাসপাতালে দেখতে যান। নেতৃবৃন্দ তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও আর্থিক সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালী কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন। এ ছাড়া বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক নির্বহিী সদস্য খলিলুর রহমান সুমন, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, মাকসুদ আলী তাকে দেখতে যান এবং চিকিৎসার খোজখবর নেন।
তার আশু সুস্থতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সদস্য শেখ দিদারুল আলম, মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নুর।
অনুরূপ বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান ও সোহরাব হোসেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব, মো. রাশিদুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্ভিক সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের সুস্থ্যতার জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করছি। সাহায্য পাঠাতে : বিকাশ (ব্যক্তিগত)- ০১৭১৪-৪৮ ০৩ ১৬।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article