আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড সেকেন্ডারী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবঃ প্রভাষক হিরন্ময় মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্য্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র উপদেষ্টা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চলানায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইলিয়াজ হোসেন, ইউনুছ আলী, মাওঃ মাহবুবুর রহমান, প্রভাষক আমিরুল ইসলাম, বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিতরা মানপত্র, ক্রেস্ট, বইসহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। সংবর্ধিত প্রভাষক হিরন্ময় মন্ডল ২নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের বাসিন্দা ও চাঁদখালী কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক ছিলেন। গত ১৪ জানুয়ারী তিনি চাকুরী বিধিমালা অনুযায়ী অবসরে যান।
