Tuesday, November 4, 2025

কুল্যায় মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : শিক্ষা মানুষের জীবনের আলো, আর মেধা সেই আলোর প্রধান ভিত্তি। গ্রামীণ জনপদে ছড়িয়ে থাকা এই মেধাকে খুঁজে বের করা ও সম্মান জানাতে কাজ করে যাচ্ছে কুল্যা মেধা বৃত্তি সংস্থা। এরই ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট সহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার সকাল ১০ টায় কুল্যা বাগান-বাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন, কুল্যা মেধা বৃত্তি সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গফুরের সহধর্মিণী রাবেয়া গফুর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনায় অগ্রগতি আনতে কুল্যা মেধা বৃত্তি সংস্থা নিয়মিত কাজ করছে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।” সনদপত্র হাতে পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এ বি সি কেজি স্কুলের ছাত্র মাহফুজ আহমেদ, গুনাকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাকফুরুল রহমান, কুল্যা (বেলেডাঙ্গা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম তোবা ও সাদিক হোসেন বলেন, “এই স্বীকৃতি আমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।” অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতাতেও এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রেরণা যোগায় এবং আত্মবিশ্বাস বাড়ায়।
সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন এ বি সি কেজি স্কুলের প্রধান শিক্ষক আলমিন হোসেন (ছোট্টু)। শেষে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article