Saturday, January 31, 2026

কুয়েট ভাইস-চ্যান্সেলর এর সাথে অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ টার্মের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। আজ ০১ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল হক ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাতে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এসময় কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন,
“একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে। আমি আশা করি, নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কুয়েটকে একটি আধুনিক, গবেষণামুখী ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে।”
কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক বলেন, “অফিসার্স অ্যাসোসিয়েশন সবসময় কর্মকর্তাদের ন্যায্য অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রেখে এসেছে। আমরা বিশ্বাস করি, একটি সুসংগঠিত ও দায়িত্বশীল প্রশাসনিক পরিবেশ শিক্ষার মান উন্নয়নের জন্য অত্যন্ত জরুরী। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখতে আমরা সদা সচেষ্ট থাকব।”
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন কুয়েট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এস. এম. সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হেলাল ফকির, আইন বিষয়ক সম্পাদক এম. এম. রবিউল ইসলাম শুভ, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ও সাদেক হোসেন প্রামানিক।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article