সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভা আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাদশা মোঃ হারুন এর সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। সাধারণ সভায় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
