সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এরআয়োজনে “ICSETEP প্রকল্পে Sub-Project Proposal জমাদানের গুরুত্ব এবং আনুষঙ্গিক করণীয়” বিষয়ক আলোচনা সভা২৬আগস্ট বিকাল৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রকল্প পরিচালক, ICSETEP ও অত্রবিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেরপ্রফেসরড.মোহাম্মদ আমিনুল হক আকন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এ, বি, আওলাদ হোসেন এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।সভায় বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দঅংশ গ্রহণ করেন।