সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিইএওয়ার্ল্ড সাস্টেইনিবিলিটি স্টুডেন্ট ফোরাম-কুয়েট চ্যাপ্টার এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের আয়োজনে “প্রসেস সেফটি: ম্যানেজিং রিস্ক ইন হাই-হ্যাজার্ড ইন্ডাস্ট্রিজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইএওয়াল্ড নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার, বিইএওয়ার্ল্ড নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আল-ইমরান হোসেন, সাধারন সম্পাদক-বাংলাদেশ চ্যাপ্টার ও রামপাল পাওয়ার প্লান্টের ইপিসি টাউনশিপ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (সিএফএমসিসি) ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনার্জি বিইএওয়ার্ল্ড এর প্রধান সম্পাদক প্রফেসর ড. মোঃ ইয়াসির আরাফাত খান। সেমিনারের সভাপতিত্ব করেন কুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
