সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) আয়োজনে “ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই): ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টেরোপেরাবিলিটি পার্থওয়ে” শীর্ষক প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আইআইসিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি আজ ২১ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, কুয়েট আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দ, পোষ্ট গ্রাজুয়েট শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।