সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর পক্ষ থেকে ০৫ (পাঁচ) আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ০৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উওোলন। এছাড়া সকাল ৯ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১০ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১ঃ১৫ ঘটিকায় অডিটরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সকাল ১১ঃ৩০ ঘটিকায় অডিটরিয়ামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।