সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন খানজাহান আলী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
০১ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালীণ সময়ে খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন এবং সংগঠনের সাথে যুক্ত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় খানজাহান আলী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
