Tuesday, August 26, 2025

কালিগঞ্জে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ আগস্ট ২০২৫ রোজ শনিবার সকালে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও থানা শিবির সেক্রেটারি আলী হাসান মুজাহিদের কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন।

এছাড়াও প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র অফিস সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম ও থানা শিবিরের সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের কাছে সভ্য, ভদ্র ও মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।”
তারা আরো বলেন, আদর্শিক নেতৃত্ব তৈরিতে এমন প্রশিক্ষণমূলক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article