আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব সংক্রান্ত তদন্ত কর্মকর্তা ডাঃ আঃ সালাম ইউনিয়ন পরিষদে গমন করেন। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার বেলা ১১.৩০ টার দিকে তিনি ইউনিয়ন পরিষদে গমন করেন।
ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বারের মধ্যে ১০ জন মেম্বার চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ আব্দুস সালাম তদন্ত ভার পান। বিধিবিধান মোতাবেক অভিযুক্ত চেয়ারম্যানকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। ক্ষুব্ধ জনগণ পরিষদে তালা ঝুলিয়ে দেয়। পরিষদ স্থবির হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদে উপস্থিত নেতাকর্মী, মেম্বার ও সাংবাদিকদের উদ্দেশ্যে ডাঃ আব্দুস সালাম বলেন, অনাস্থা প্রস্তাবের ব্যাপারে চেয়ারম্যান জবাব ও কাগজপত্র জমা দিয়েছে। ইউএনও স্যারের কাছে সবকিছু শেয়ার করা হবে। চেয়ারম্যানের জবাব ক্ষতিয়ে দেখে পরবর্তী তদন্তের কাজ শুরু হবে। তিনি পরিষদের সেবা সচল রাখতে প্যানেল চেয়ারম্যান ১,২ ও ৩ নম্বরের যে কোন একজনকে আইন মোতাবেক দায়িত্ব পালনের সুযোগ দিতে সকলের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত সকলে একবাক্যে প্যানেল চেয়ারম্যান ১ ও ২ নম্বরকে নাকচ করে দিয়ে ৩ নং গীতা রানীকে দায়িত্ব প্রদানে সম্মত হন। এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন, জেলা ওলামা দলের আহবায়ক মাওঃ আনিছুর রহমান বক্তব্য রাখেন।