Thursday, October 16, 2025

কাদাকাটি ইউনিয়ন পরিষদে ধাওয়া পাল্টা ধাওয়া।। বিএনপির প্রতিবাদ সমাবেশ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি ইউনিয়ন পরিষদের তালা ভাঙা নিয়ে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় তেঁতুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন টুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা হেলাল হোসেন, শহীদুল ইসলাম, একরাম হোসেন, আব্দুর রাজ্জাক, মোস্তাজুল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিপংকর সরকার দীপের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পরিষদের ১০ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব এনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। এরমধ্যে ক্ষুব্ধ জনতা পরিষদে এসে সেবা না পাওয়ায় পরিষদে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় জনদুর্ভোগ বাড়তে থাকে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঘটনাক্রমে আশাশুনিতে দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা পরিষদে পৌঁছালে সেখানে থাকা লোকজন বিষয়টি নিয়ে তার সাথে কথা বলেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন আগামী রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় একটা সমাধান করে দিবেন। সেনা সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে আওয়ামী লীগের আয়ুব আলী সরদার, আছাদুল শাহ, দফাদার আজিজুল শাহ ও জহির উদ্দিন মেম্বার এর নেতৃত্বে বিএনপি নেতাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তারা ইউপি সদস্য সুবীর মিত্র (উজ্জ্বল) এর বাড়ি ভাংচুর করার জন্য তার বাড়ি হাজির হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি পরিবেশ ফিরিয়ে নিয়ে জনবান্ধব পরিষদে রুপান্তরিত করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article