Thursday, October 16, 2025

কাদাকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির কাদাকাটিকে আওয়ামীগ সভাপতি চেয়ারম্যানের পক্ষে মায়া কান্না ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার সকালে কাদাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কাদাকাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়া বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহীদ সরদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু। সমাবেশে বক্তাগণ বলেন, আওয়ামী দুঃশাসনের সহচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপঙ্কর বাছাড় দিপ ১৭ বছরের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল। ৫ আগস্টের পরে এসেও তিনি জনগণের শোষণের পাশাপাশি মেম্বারদের বঞ্চিত করার খাসলত ছাড়তে পারেননি। তিনি ৫ আগস্টের পর থেকে পরিষদে বসেননা, বাড়িতে বা লুকিয়ে থেকে দায়িত্ব পালনের নামে জনগণকে ক্ষতি এবং মেম্বারদের বঞ্চিত করে আসছেন। ইউনিয়নের সকল রাস্তাঘাট চলাচল অনুপযোগি। বর্ষায় মানুষের ভোগান্তি সীমাহীন হয়েছে। বাধ্য হয়ে ১০ জন মেম্বার অনাস্থা এনেছেন। চরম ভাবে ক্ষুব্ধ সাধারণ মানুষ কক্ষে তালা ঝুলিয়ে দেয়। আমি নিজে ডিসি স্যারের সাথে কথা বলেছি, সচিবের কক্ষের তালা খোলার জন্য। চেয়ারম্যানের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবেন সে বিশ্বাস আমাদের আছে। কিন্তু কিছু তথাকথিত নেতা নিজেদেরকে বিএনপি পরিচয় দেখিয়ে আওয়ামীলীগের সভাপতিকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই যারা ষড়যন্ত্র মেতেছে, তাদের কারনে আমাদের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হলে উচিত জবাব দেওয়া হবে। আমরা আওয়ামীলীগের দোসরদের দেখতে চাইনা।রাতে কারো কারো হাত পা ধরবেননা। আগামী সংসদ নির্বাচনে আসুন আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। দুর্গা পূজা কোন বিশৃংখলা না হয় সেজন্য সকল নেতাকর্মীকে এলাকার পূজা মন্দিরে নিরাপত্তা দানে তৎপর থাকতে আহবান জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article