Friday, November 28, 2025

কাঙ্খিত লক্ষ্য অর্জনে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার কোন বিকল্প নেই- ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় নাজনীন আরা নাজু

Must read

 

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ নভেম্বর ২০২২ রোজ বুধবার বেলা ১১টায় কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজ গভর্ণিং বডির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার এ্যাসিস্টেন্ট গভর্ণর রোটারীয়ান নাজনীন আরা নাজু। প্রধান অতিথির বক্তব্যে নাজনীন আরা নাজু বলেন, “শিক্ষার্থীদের ভাল ফলাফল ও কাঙ্খিত লক্ষ্য অর্জনে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার কোন বিকল্প নেই। যে যত সুশৃঙ্খল তার মেধার বিকাশ তত বেশি। সুশৃঙ্খল জীবনই আসলে সত্যিকার আনন্দের, উপভোগ্য জীবন। শৃঙ্খলা যখন থাকে না, তখন বিনোদনের অভিজ্ঞতাও নিয়ে আসে বিষন্নতা, একঘেয়েমি ও বিরক্তি। শৃঙ্খলা বজায় রেখেই মানুষ অর্জন করে শ্রেষ্ঠত্ব, নির্মাণ করে আধুনিক সভ্যতা। মানুষের সুশৃঙ্খল জীবনের ভিত্তি রচিত হয় শিক্ষাজীবনে। শৃঙ্খলাবোধ আত্মস্থ করার জন্য অবশ্যই কতিপয় রীতিনীতি অনুসরণ করা জরুরি। প্রথমত, প্রয়োজন সামাজিক রীতিনীতি মেনে চলা এবং দ্বিতীয়ত, আইনের প্রতি প্রদ্ধাশীল হওয়া। শৃঙ্খলাবোধ অর্জনের ক্ষেত্রে উত্তম নৈতিকতা ও শিষ্টাচারের অনুশীলন দরকার। চিন্তা ও কর্মে শৃঙ্খলা অনুসরণ করলে মানুষ নিজকে মহৎ ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারে। ‘ডিসিপ্লিন ইজ লাইফ’ কথাটির অর্থ ‘শৃঙ্খলাই জীবন’।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসরিন আরা শাহী, ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক বিজন কুমার মিত্র, তাসনিয়া সুলতানা, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু, আব্দুল আলীম, এইচএসসি বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদ হোসেন ও রামিমা খাতুন। কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের পূর্বে কলেজ গভর্ণিং বডির সভাপতি নাজনীন আরা নাজু কলেজ ক্যাম্পাসে সকল বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার মানসহ সামগ্রীক বিষয়ে খোঁজ-খবর নেন। সেই সাথে ক্যাম্পাসে উদ্বোধনের অপেক্ষায় থাকা নব-নির্মিত পরিদর্শণ করেন। ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের এইচএসসি ২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কলেজের ২৬০ জন বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article