Sunday, August 3, 2025

এ শুধু একটি পায়ে চলা পথই নয়, এক মানবিক মানুষের মহতি উদ্যোগের সফল দ্বার উন্মোচন

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : একটি মেঠো পথ। ইট আর বালুর ছোঁয়ায় ফিরল নতুন রূপে। ছোট্ট একটি রাস্তা তবুও এ যেন হাজার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সফল বাস্তবায়ন। এ শুধু একটি পায়ে চলা পথই নয়, এক মানবিক মানুষের মহতি উদ্যোগের সফল দ্বার উন্মোচন। আজ ০৫ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এ উপলক্ষে বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম । জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নতি-উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনও বক্তব্য রাখেন । অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ও বদ্ধিষ্ণু জনপদ দক্ষিণ খুলনার মধ্যে একটি অবহেলিত অঞ্চল নগর শ্রীরামপুর এলাকা। পশ্চাৎপদ জনপদ নগর শ্রীরামপুরবাসীর জন্য অন্যরকম আনন্দ মুখর একটি দিন ছিলো গতকাল। সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠা করেন “আফাজউদ্দিন ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগে এক একরেরও বেশি জমির ওপর এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। ইতিহাসখ্যাত কপিলমুনির এই জায়গাটি যেন সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি। তবে এইস্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা । নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরনো সংকীর্ন ভাঙ্গাচোরা এবং বিলীনপ্রায় রাস্তা রয়েছে।এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে গমনা-গমনের একমাত্র অতিসংকীর্ন পথটি বড় অসহায় করে রেখেছে । এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করার পর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক হলো । দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের রাতের স্বপ্নটি ভোরের আলোয় যেন সফল বাস্তবায়ন। এ যেন ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, মানবসেবা ও মানবিক মানুষ সৃষ্টির সূতিকাগারে প্রবেশের সোনালী দ্বার উন্মোচন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article