Friday, November 28, 2025

এমপি আনার হত্যা: সুরাহা না হলে কালীগঞ্জের মানুষ ব্যাপক আন্দোলন করবে- মেয়র আশরাফ

Must read

 

আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : আগামীতে এমপি আনার হত্যার বিষয়টির কোন সুরাহা না হয় তাহলে কালীগঞ্জের সকল মানুষ ব্যাপক আন্দোলন সংগ্রাম করবে। আমাদের কাছে এমন অনেক ম্যাসেজ আছে। আমরা এর শেষটা দেখতে চাই। যদি আনার সাহেব জীবিত থাকে তাহলে তার সন্ধান চাই। আর যদি নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে যে আসামিরা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে মন্তব্য করেছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম।

আজ ০৫ জুন ২০২৪ রোজ বুধবার সকালে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে কালীগঞ্জ শিশু একাডেমীর আয়োজনে মানববন্ধনে এ কথা বলেন তিনি। আধাঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে কালীগঞ্জ শিশু একাডেমীর শিক্ষক, কর্মচারী ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। এতে পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, বিদ্যালয়টি পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালী, প্রধান শিক্ষক শাহী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মেয়র আশরাফুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই স্নেহধন্য এমপি ছিলেন উনি (আনার)। উনি (প্রধানমন্ত্রী) নিজেও এটা তদারকি করছেন। আমাদের শতভাগ আস্থা আছে প্রধানমন্ত্রীর উপরে। উনি এই অপরাধীদের ছাড় দেবেন না। বাংলাদেশের মাটিতে এই খুনিদের বিচার হবে এবং পরবর্তীতে যাতে কোন জনপ্রতিনিধি এমন নৃশংসতার স্বীকার না হয় এটাও উনি নিশ্চিত করবেন। এই মানববন্ধনে কোমলমতি শিশুদের কেউ জোর করে দাঁড় করায় নি। তারা উন্নয়নের রুপকারের অভাব বুঝতে পেরে এখানে এসেছে।

তিনি বলেন, কিছুদিন আগে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। ফরেনসিক রিপোর্টে যদি মানুষের মাংশ প্রমাণিত হয় তাহলে পরিবারের সদস্যদের ডিএনএ ডেস্ট করা হবে। এরপরই বোঝা যাবে তিনি হত্যার স্বীকার হয়েছেন কিনা। প্রশাসনের যে ভাষ্যমতে আমরা অনেকটাই নিশ্চিত যে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। ডিএনএ টেস্টে যদি প্রমাণিত না হয় তাহলে আমরা বিশ্বাস করবো না যে তিনি হত্যার স্বীকার হয়েছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article