Sunday, September 8, 2024

উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়ায় মোট প্রার্থী-১০ প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীই মহাব্যস্ত প্রচার-প্রচারণায়

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ডুমুরিয়াতে এবার মোট প্রার্থী হলেন ১০জন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন ৩জন। প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীই এখন মহাব্যস্ত। কর্মী-সমার্থক নিয়ে রয়েছেন প্রচারণার মাঠে।
জানা গেছে, ২৯মে বুধবার অনুষ্ঠিত হবে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে মোট প্রার্থী হলেন ১০ জন। প্রার্থীরা গত ১৩মে পেয়েছিলেন প্রতীক বরাদ্দ। এর পরেই শুরু হয় তাদের প্রচার-প্রচারণা। প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীই ছুটে চলেছেন ভোটারদের কাছে। প্রতিদিন দুপুর ২টার পরেই স্ব-স্ব কর্মী-সমার্থকদের নিয়ে বেরিয়ে পড়ছেন তারা। প্রচারণার অংশ হিসেবে থাকছে পথসভাসহ গণসংযোগ। প্রার্থীদের এই পদচারণায় সমগ্র উপজেলা জুড়েই বইছে নির্বাচনী হাওয়া। বিকেল হলেই হাটে বাজারে ও রাস্তায় রাস্তায় চলছে মাইকিং প্রচারণা। বর্তমানে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় নির্বাচন নিয়ে সবর হয়ে উঠেছে। অনেক জায়গায় গড়ে তোলা হয়েছে পছন্দের প্রার্থীর পক্ষে তার পোষ্টারে ঘেরা প্রচার ক্যাম্প। সন্ধ্যা হলেই ওইসব ক্যাম্পে জড়ো হচ্ছেন সাধারণ ভোটারসহ উৎসুক জনতা। সেখানে আছে চা-পানসহ অন্যান্য আপ্যায়ন ব্যবস্থা। সব মিলিয়ে সমগ্র উপজেলা জুড়েই বিরাজ করছে নির্বাচনী আমেজ। সেক্ষেত্রে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩জন। প্রার্থীরা হলেন ঘোড়া প্রতীকে এজাজ আহমেদ, মটর-সাইকেল প্রতীকে মোঃ আজগর বিশ^াস তারা এবং আনারস প্রতীকে মোঃ মনিমুর রহমান নয়ন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন টিয়াপাখি প্রতীকে গাজী আব্দুল হালিম, তালা প্রতীকে প্রভাষক গোবিন্দ ঘোষ, টিউবওয়েল প্রতীকে অভিজিৎ রায় অভি ও চশমা প্রতীকে শেখ শাহীনুর রহমান শাহীন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন কলস প্রতীকে শারমিনা পারভীন রুমা, ফুটবল প্রতীকে শীলা রানী মন্ডল ও প্রজাপতি প্রতীকে শোভা রানী হালদার। এরই মধ্যে উপজেলার সকল হাট-বাজারসহ সকল রাস্তার মোড়ে মোড়ে তাদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। অনেক প্রার্থী গঠন করেছেন প্রচার-টীম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article