Tuesday, December 2, 2025

ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনের জন্য বিভিন্ন বই বিতরণ করা হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বই বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই জীবন গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি জ্ঞান, দক্ষতা এবং মানসিক বিকাশে সহায়তা করে। বই পড়ার মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি উন্নত হয় এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে। বই মানসিক চাপ কমায়, সৃজনশীলতা বাড়ায় এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। সুন্দর জীবন গঠনে বইয়ের বিকল্প নেই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, শাল্যে দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, এন বিবিকে দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শাহাজুদ্দিন কবির প্রমুখ।

এ সময় শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসা, এন বিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসা ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বই বিতরণ করা হয়। এ সময় মা ফাউন্ডেশনের সদস্য ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article