আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১১ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার দুপুর ১২.৩০ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে সভায় শিক্ষার বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য “ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৫” পদক প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম সংবর্ধিত অতিথি হিসাবে আলোচনা রাখেন। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক আলহাজ্ব মোহাম্মদ ছহিল উদ্দীনের সভাপতিত্বে ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আফজাল হোসেন ও প্রভাষক হাবিবুল্লাহ বাহার, ইংরেজী বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক সজল আঢ্য, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রবিউল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, প্রভাষক পিয়ারা পারভীন ও প্রভাষক শিরিন বাহার।
