Wednesday, August 27, 2025

আশাশুনি সরকারি কলেজে অগ্নিকান্ড

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তড়িৎ ব্যবস্থা গ্রহন করায় বেশী ক্ষয়ক্ষতি হতে পারেনি। আজ ১১ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
কলেজ খোলার সময় হওয়ায় ১০ টার বেশ আগেই কলেজের বিভিন্ন ভবনের মূল গেট ও রুমের দরজা খোলা ছিল। এসময় হঠাৎ করে অধ্যক্ষের কার্যালয়ের পাশের সিড়ি ঘরে আগুন জ্বলতে শুরু করে। কলেজে থাকা শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কাল বিলম্ব না করে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস অফিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে যান। তবে তাদের কাজ করার আগেই আগুন নিয়ন্ত্রনে আসে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম জানান, বিদ্যুৎ বিভাগের লোকজন পরীক্ষা করে জানিয়েছে, কাটআউট পর্যন্ত সার্ভিস তার কার্ণিশের উপর দিয়ে ছিল। তার ঘর্ষণ লেগে কভার ক্ষয়ে গিয়ে নেগেটিভ ও পজেটিভ একত্রিত হয়ে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটায়। দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article