Saturday, August 9, 2025

আশাশুনি সদরে খেলার মাঠ ও খাস জমি পরিদর্শনে এসি ল্যান্ড

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি সদরের শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় খেলার মাঠ ও খাস জমি দেখতে সরজমিন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। ০৫ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার জমি দেখতে ও এলাকার মানুষের দাবীর কথা শুনতে তিনি সরজমিন যান।
শ্রীকলস ও পার বাউশুলি মৌজায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অনুমান ১২ বিঘা খাস জমি রয়েছে। যেখানে ইতিপূর্বে মাছ চাষ করা হতো এবং একটি মক্তব ছিল। মরিচ্চাপ নদী খনন করায় মাটি ভরাটের কারনে মাছ চাষের জমি ভরাট হয়ে গেছে। এলাকার যুবকরা সেখানে ফুটবলসহ নানা খেলাধূলার মাঠ হিসাবে ব্যবহার শুরু করোছে। এলাকার অসহায় গরীব ও ভূমিহীন মানুষোরা একটি অংশে সর্বসাধারণের ব্যবহার যোগ্য গণ কবরস্থান করা, একটি ছোটদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পূর্বের ন্যায় ধর্মীয় মক্তব প্রতিষ্ঠার পরিকল্পনা ও মতামত প্রকাশ করছেন। সেখানে কিছু জমি কোন কোন ব্যক্তি তাদের দখলে নিতে পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দীক জানান, আমাদের এখানে শিশুদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান না থাকার ছেলেমেয়েরা নদী পার হয়ে পড়তে যেতে বাধ্য হচ্ছে। এজন্য খুবই সমস্যা পোহাতে হয়। কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে চর বাউশুলি নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। এছাড়া যুবকরা খেলার মাঠের অভাবে মোবাইল আসক্তিসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য খেলার মাঠ বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বসবাসের জন্য প্রয়োজনীয় জমির অভাব ও কবরস্থানের অভাব পুরনে এই জমিতে সর্বসাধারণের জন্য কবরখানি স্থাপন করার দাবী এলাকার সকলের। তিনি বলেন, আমাদের এলাকার হযরত আলীর পিতা ইন্তেকাল করলে কবরস্থানের অভাবে ল্যাট্রিনের পাশে কবরস্থ করা হয়েছিল।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন পরিদর্শনকালে বলেন, এই জমি ইজারা দেওয়া হয়নি। কেউ আবেদন করলেও ইজারা প্রদান করা হবেনা।
এসময় এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার এমদাদুর রহমান তারেক, বৈষম্য বিরোধী ছিত্র আন্দোলনের মফিজুল ইসলাম, সমন্বয়ক নাভিদ নওরোজ আকাশ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, স্থানীয় আজিজুল ইসলাম, রেজাউল ইসলাম, শহিদার রহমান, শেখ কবির হোসেন, সাহিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article