আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক কুরআন তেলাওয়াত ও ইসলামিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার প্রতিষ্ঠানে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও মাওঃ ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা সভাপতি হাফেজ মাওঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, দাতা সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ সানা। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শোভনালী ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্রদল আশাশুনি উপজেলা যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান শিমুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৮নং ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুকিত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৯৯ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেন মারিয়া কামরান। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
